শহীদ বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন

স্টাফ রিপোর্টার॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনারে উত্তরণ খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়। এর আগে উত্তরণ খেলাঘর আসর পৌর চত্বর থেকে আলোর মিছিল নিয়ে শহীদ মিনারে আসে, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট তাদের কার্যালয় থেকে আলোর মিছিল নিয়ে আসে।এ সময় খেলাঘর সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন পাশাপাশি স্থানীয় সংস্কৃতি কর্মীরা এতে অংশ গ্রহন করেন। ছাত্র ইউনিয়নে সভাপতি পিনাক দেব ও অন্যান্য সদস্যরা এবং ছাত্রফ্রন্ট সভাপতি রেহনুমা রুবাইয়াত ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উত্তরণ খেলাঘর আসর এর সভাপতি শাহাদাত হোসেন বলেন, জাতির সূর্য সন্তানদের প্রতি আলোক প্রজ্জলনের মাধ্যমে আমরা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছি। সে সাথে ঘৃণা প্রকাশ করছি সেই সব নরপিচাশদের প্রতি যারা এই দেশের গুনিজনদের পরিকল্পিত ভাবে হত্যা করে এই জাতিকে মেধাশুন্য করতে চেয়েছিল। এবং এখনো তাদের প্রেতাত্মারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা তাদের অপতৎপরতা বন্ধের জোর দাবী জানাই।
মন্তব্য করুন