কুলাউড়ায় জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম শেখালেন ইউএনও

কুলাউড়া প্রতিনিধি॥ আমাদের জাতীয় পতাকা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং আমাদের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের পরিচয়। সেই সাথে আমাদের গৌরবময় ইতিহাসের স্মারক। তাই একটি স্বাধীন জাতি হিসেবে জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। আসুন জাতীয় পতাকা ব্যবহারের নিয়মাবলি জেনে নেই। শ্রদ্ধা, সম্মান ও মর্যাদার সাথে জাতীয় পতাকা ব্যবহার করি। জেনে, না-জেনে, লোক দেখানো দেশপ্রেম, অতি উচ্ছাসে, কিংবা যেনতেনভাবে জাতীয় পতাকা ব্যবহার থেকে বিরত থাকি এবং জাতীয় পতাকার অবমাননা রোধ করি।
বিজয় দিবসে জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম সম্পর্কে জানাতে কুলাউড়া শহরে একটি সচেতনতামূলক অভিযান করে লিফলেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক সোহেল আহমদসহ কুলাউড়া মুক্ত স্কাউট’সর সদস্যরা। তাঁদের রাস্তার দুই পাশের বিভিন্ন দোকানে দোকানিদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ব্যবসায়ী ছাড়াও গাড়ীর চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরন করা হয়। দেখা গেল, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী সবাইকে সঠিকভাবে জাতীয় পতাকা ব্যবহারের নিয়মাবলী পড়ে পতাকা টানানোর জন্য অনুরোধ করছেন।
উপজেলা প্রশাসনের এই লিফলেট বিতরণের সময় কথা হলো কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে। বেশির ভাগই জানালেন, তাঁরা বিষয়টি স্পষ্ট করে জানতেন না। সুলতান আহমদ নামের এক ব্যবসায়ী বললেন, ‘উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে দেখে প্রথমে ভয় পেয়েছিলাম যে হয়তো জরিমানা করবে। কিন্তু ম্যাজিস্ট্রেট অত্যন্ত সুন্দর করে পতাকা উত্তোলনের নিয়মটি বুঝিয়ে দিলেন।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা সঠিক নিয়মে পতাকার ব্যবহার করছেন না। সাধারণ মানুষকে সচেতন করতেই উপজেলা প্রশাসনের এই উদ্যোগ। কুলাউড়া শহর ছাড়াও কুলাউড়ার সর্ববৃহৎ রবিরবাজার, ব্রাহ্মনবাজারসহ বড় বড় বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন