বিজয় দিবস উপলক্ষে শিশুদের রচনা, চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধের গল্প লিখনের উপর পুরস্কার বিতরণ

December 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার ও বাংলাদেশ শিশু একাডেমী মৌলভীবাজার কর্তৃক শিশুদের নিয়ে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধের গল্পলিখন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সম্মানিত সভানেত্রী কবিতা ইয়াসমীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,লেডিস ক্লাবের সম্মানিত সদস্যগণ, প্রতিযোগিতায অংশগ্রহণকারী বিজয়ীদের অভিভাবকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com