মৌলভীবাজারে কুশিকাটা প্রশিক্ষণ উদ্বোধন

December 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে রংধনুর সাতরং এর সহযোগিতায় ফ্রি কুশিকাটা প্রশিক্ষণ চালু করা হয়েছে।

মঙ্গলবার ১৫ ডিসেম্বর মৌলভীবাজার পৌরসভার হলরুমে ১৪ দিনের কুশিকাটা প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসন এর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজার এর উপপরিচালক (ভারপ্রাপ্ত) তানিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন রংধনুর সাতরং এর নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন আহমদ উজ্জল। উপস্থিত ছিলেন রংধনুর উপদেষ্টাবৃন্দ, প্রশিক্ষক এবং সদস্যবৃন্দ।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ৩০জন মহিলা। মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ইতোমধ্যে ১হাজার ৮শত মহিলাকে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করেছে রংধনুর সাতরং।

আগামিতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে জানান রংধনুর নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন আহমদ উজ্জল। এই কোর্সের ফি ১২ থেকে ১৪ হাজার টাকা হওয়ায় অনেকের পক্ষে এই টাকা দিয়ে শেখা সম্ভব হয় না। তাই ফ্রি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় প্রশিক্ষনার্থীরা আনন্দিত এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com