হাম রুবেলা বিস্তার রোধে মৌলভীবাজারে সাড়ে ৪ লক্ষ শিশুকে দেয়া হবে টিকা

December 15, 2020,

মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারসহ দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষাপটে জেলার ৭ উপজেলায় আগামী ১৯ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী প্রায় ৪ লক্ষ ৫০ হাজার শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। আর এই টিকা প্রদানের মাধ্যমে হাম-রুবেলা রোগের বিস্তার দ্রুত হ্রাস করা সম্ভব হবে।

মঙ্গলবার ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে হাম-রুবেলা ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সাফিউল ইসলাম। হাম-রুবেলা ক্যাম্পেইন সংক্রান্ত বিষয়ের বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন তিনি।

তিনি জানান, ইতি মধ্যে  ১২ ডিসেম্বর থেকে মৌলভীবাজার সদর উপজেলা,শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় এই ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এসময় তিনি ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনা বাড়াতে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান।

সিভিল সার্জন ডাঃ তাউহিদ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল ও সাধারণ সম্পাদক পান্না দত্ত।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ মার্চ হতে ১১ এপ্রিল ২০২০ তারিখে হাম-রুবেলা ক্যাম্পেইন কোভিড-১৯ এর উদ্ভুত পরিস্থিতিতে স্থগিত করা হয়। বিভিন্ন সময়ে হাম ক্যাম্পেইন ও হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা করা সত্ত্বেও রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং তা এখনও বিদ্যমান আছে। ফলে উদ্দিষ্ট শিশুরা হাম-রুবেলা রোগ জনিত মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে।

বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে সরকার অতি শীঘ্রই স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে স্থগিত হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার ফলে বর্তমানে জেলা জুড়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচী।

এদিকে রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী হাম-রুবেলা রোগে আক্রান্ত শিশুদের বয়স বিশ্লেষণ করে দেখা যায় যে, বেশিরভাগ শিশুই ১০ বছরের কম বয়সী (২০১৭ সালে ৭১ ভাগ এবং ২০১৮ সালে কার্যকর জনসুরক্ষার জন্য ৯ মাস-১০ বছরের কম বয়সী শিশুদেরকে এমআর ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করতে হবে। শিশু ও অভিভাবকদের টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব ও অধিক সময় অপেক্ষা রোধ নিশ্চিত কল্পে এবার কর্ম কৌশলে কিছু পরিবর্তন আনা হয়েছে। ক্যাম্পেইন ৩ সপ্তাহের পরিবর্তে ৬ সপ্তাহব্যাপী পরিচালিত হবে। ক্যাম্পেইন কমিউনিটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে এবং প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

(শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) ঝুঁকিপূর্ণ/দুর্গম/বিশেষ এলাকার জনগোষ্ঠিকে টিকা দেওয়ার জন্য অতিরিক্ত টিকাদ্রান কেন্দ্র পরিচালিত হবে ঝুঁকিপূর্ণ/বিশেষ এলাকার শিশুদের প্রয়োজনে অভিভাবকদেও সুবিধাজনক সময়ে (বিকালে বা রাতে) টিকা দেয়ার ব্যবস্থা নিবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com