মনু প্রকল্পে ৮টি গেইট বন্ধ করে সেচ কার্যক্রম চালু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পনেরো হাজার হেক্টর জমিতে বোরো মৌসুমে সেচ কাজের সুবিধায় মনু নদীর স্লুইচ গেইট বন্ধ কাজের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ১৫ ডিসেম্বর সকালে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন মনু ব্যারেজ এর গেইট বন্ধ করা হয়। এতে বোরো মৌসুমে দুই উপজেলার প্রায় ৮ ইউনিয়নের চাষীরা উপকৃত হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, পৌর মেয়র ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী মুহাম্মদ আক্তারুজ্জামান।
বক্তারা বলেন আসন্ন বোরো মৌসুমে যাতে কৃষকরা পানির সংকটে না পড়েন সে জন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মনু নদীর স্লুইচ গেইট বন্ধ করা হলো। এর ফলে গেইটের উজানের দিকে ক্যানেলের মাধ্যমে আটটি ইউনিয়নে বোরো জমিতে সেচ দিতে পারবেন চাষীরা। এছাড়া বোরো চাষের আবাদ ও ফসল উৎপাদন বাড়বে। অনুষ্ঠানে স্থানীয় উপকারভোগী কৃষকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সেচ ও অন্যান্য সুবিধা পাওয়ায় এবছর মৌলভীবাজার জেলায় ১ লাখ ১ হাজার ৫ শ হেক্টর জমিতে রুপা আমনের চাষাবাদ হয়েছে। আর শুধু কাশিপুর পাম্প হাউজের আওতায় কাউয়াদিঘি ও তৎসংলগ্ন মনু প্রকল্পে ১১ হাজার হেক্টর জমিতে রুপা আমনের চাষাবাদ হয়েছে। এবার সেচসহ অন্যান্য সুবিধা থাকায় প্রায় ৬শ ৫০ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ হয়েছে। যাতে প্রায় ৫৫ হাজার মে: টন ধান বাড়তি উৎপাদন হবে।
মন্তব্য করুন