৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচন : প্রার্থীদের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার॥ ঐতিহ্যবাহী মৌলভীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্টিত হবে ৩০ জানুয়ারি। ১৪ ডিসেম্বর বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এখবরে প্রার্থীরা জানান দিচ্ছেন তাদের প্রার্থীতার। দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়যাঁপ। ভোটারদের আগাম মনজয় করতে প্রার্থীরা ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরণ চালাচ্ছেন সক্রিয়ভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীদের চলছে সরব প্রচার প্রচারণা।
মেয়র পদে প্রার্থীদের তেমন প্রচার প্রচারণা পরিলক্ষিত না হলেও আগে থেকেই প্রচার প্রচারণায় সরব কাউন্সিলর প্রার্থীরা। তবে নির্বাচনের তফশিল ঘোষণার পর দৃশ্যপট পাল্টাচ্ছে। গেল দুদিন থেকে এখন প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে। করোকালীন স্বাস্থ্যবিধি মেনে তারা গণসংযোগ চালাচ্ছেন। আর দলীয় নেতাকর্মীদের মনজয় করতে চালাচ্ছেন (ঘরোয়া) মতবিনিময়। তৃতীয় ধাপের নির্বাচনের ঘোষিত তফশিলের ওই তালিকা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজার পৌরসভার নির্বাচন। তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই শেষ ৩ জানুয়ারি। মনোনয়ন নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য প্রথম ধাপে ২৫ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৮ ডিসেম্বর। গত ২২ নভেম্বর এই ধাপের তফসিল ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ৫৭ টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয় গত ২৯ নভেম্বর। আর এই সকল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২১। জানা যায় দেশে পৌরসভা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি এবং ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫টি পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ।
মন্তব্য করুন