মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পলি রানী দেব নাথ॥ মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ ডিসেম্বর পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে সকল বীর শহীদদের আত্নার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার ফারুখ আহমেদ পিপিএম (বার), পৌরসভা মেয়র ফজলুর রহমান, মোঃ জামাল উদ্দিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা ইউনিট কমান্ড,মৌলভীবাজার। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।
এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মুহিব টুটু, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খায়ের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুল ওয়ায়াব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
মন্তব্য করুন