বিজয় দিবসে ছাত্র শিবিরের র‌্যালি

December 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ ৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।

বুধবার ১৬ ডিসেম্বর সকাল ১০টায় মৌলভীবাজার শহরের সিলেট রোড থেকে একটি র‌্যালী বের হয়। এসময় ‘বিজয় দিবস ঐক্যের, বিজয় দিবস সকলের” এই স্লোগানে মুখরিত হয় শহর। পরে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের এম সাইফুর রহমান সড়কে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারী আবু তাহেরের পরিচালনায় বক্তব্য রাখেন শহর সভাপতি মিছবাহ উল হাসান।

এসময় তিনি বলেন, ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমারা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এখন নাগরিকদের অধিকার রক্ষা করা সম্ভব হয়নি। ইসলামী ছাত্রশিবির সকল শক্তি দিয়ে হলেও আগামীতে দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com