সূচনা কর্মসুচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী অনুষ্ঠান

December 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজলার মনুমুখ ইউনিয়ন পর্যাযে সূচনা কর্মসুচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর মঙ্গলবার দূপুরে মনুমুখ ইউনিয়ন পরিষদ আয়োজনে ও সুচনা কর্মসুচির সার্বিক সহযোগিতায় মনুমুখ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক সেফুল এর সভাপতিত্বে এবং জিসিডিও, মৌলভীবাজার সদর মোঃ ওয়াহিদুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, সেভ দ্য চিল্ড্রেন প্রতিনিধি কাজী আলম,সূচনা প্রোগ্রাম ম্যানেজার, মোঃ আনিসুর রহমান টিটু।

মনুমুখ ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে সূচনা কর্মসূচীর সার্বিক সহযোগিতা,ও পরামর্শ ও সফল বাস্তবায়নের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মনুমুখ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদেরকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com