জন্ম নিলো তিন জমজ শিশু : সবাই সুস্থ

December 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে তিন জমজ শিশুর জন্ম দেন সবজি বিক্রেতা মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী শেফালী বেগম। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায়।

জানা যায়, শেফালী বেগম প্রসব ব্যথা নিয়ে বুধবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। তারপর হাসপাতালে সন্ধ্যা ৭টা, রাত ১১টা ও সাড়ে ১১টায় একে একে তিনটি পুত্র সন্তানের জন্ম হয়।

সন্তানের পিতা মোহাম্মদ জাকারিয়া জানান, পরে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় জেনারেল হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।

ওই তিন জমজ শিশুর বাবা বলেন, আমার তিনটা শিশুই সুস্থভাবে জন্ম নিয়েছে। আল্লাহরকাছে শুকরিয়া।

ডসভিল সার্জন ডা. তওহীদ বলেন, ‘তিনটা বাচ্চা একই গর্ভে জন্মগ্রহণ করেছেন। এখন বাচ্চাদের মূল যে সমস্যা, তাহলো ওজন কম। নরমাল ওজন হওয়া উচিৎ ২৫শ গ্রাম। এরমধ্যে দুইটা বাচ্চার ওজন হচ্ছে ২২শত গ্রাম আর একটা বাচ্চার ওজন হচ্ছে ১৭শত গ্রাম। মা কিছুটা দুর্বল ছিলেন। বাচ্চারাও কিছুটা দুর্বল। আমরা চিকিৎসা দিয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com