মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

December 19, 2020,

পলি রানী দেবনাথ॥ মুজিবর্ষের আহবান,দক্ষ হয়ে বিদেশ যান এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

১৮ ডিসেম্বর শুক্রবার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ সভায় সভাপতিত্ব করেন। ম্যাজিষ্ট্রেট অর্নব মালাকার এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এরসহকারি পরিচালক মোঃ মোশাররফ হোসেন। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোঃ নাহিদ নেওয়াজ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শিক্ষক মোঃ শাবলু মিয়া,মোনাব্বেরা সুমাইয়াসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষাবৃত্তির চেক ও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কারতুলে দেন অতিথিরা।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com