বালিগাঁওয়ে বিজয় উৎসব ও লোকজ মেলা শুরু

December 19, 2020,

স্টাফ রিপোর্র্টার॥ রাজনগর উপজেলার বালিগাঁওয়ে দেড় দশকের বেশি সময় ধরে উদযাপন করা হচ্ছে বিজয় উৎসব। তারই ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে বিজয় উৎসব ও লোকজ মেলা।

শুক্রবার ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুই দিনের এই উৎসব। এসময় লোকজ উৎসব, গ্রামীণ মেলা ও খেলাধুলার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং গ্রাম-বাংলার এক চমৎকার সমন্বয় হয়ে ওঠে এ উৎসবটি।

১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবসকে ঘিরে বালিগাঁও গ্রামের তরুণদের আয়োজনে এক যুগেরও বেশি সময় ধরে এ উৎসব হচ্ছে।

প্রতিবারের মতো এবছরও ১৮ ও ১৯ ডিসেম্বর বালিগাও শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার বিজয় উৎসবের আয়েজন করেছে। প্রতিবার তিনদিনব্যাপী হলেও এবার করোনার কারণে ২ দিন হবে এবং স্বাস্থ্যবিধি মেনে সার্বিক অনুষ্ঠান পরিচালনা করা হবে।

উৎসবে গ্রামীণ খেলা কাবাডি, গোল্লাছুট, হাড়িভাঙ্গাসহ লোকজ সংস্কৃতির অনুসঙ্গ উপস্থাপিত হবে।

বিজয় উৎসবের আয়োজকরা জানান মুক্তিযুদ্ধে একজন শহীদের নামে এলাকায় একটি পাঠাগার রয়েছে। সেই “শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার” কর্তৃক  বিজয় উৎসবের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গ্রামীণ খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্ম সম্পৃক্ত থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে এটাই আমাদের উদ্দেশ্য।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com