তীব্র শীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার কুলাউড়ার সুবিধাবঞ্চিত পথশিশুরা পেল

December 19, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥  কুলাউড়ায় সুবিধাবঞ্চিত পথশিশুদের একমাত্র উন্মুক্ত শিক্ষাঙ্গন আলোর পাঠশালা। বিদ্যালয়টি স্থানীয় একদল তরুন যুবকদের ব্যক্তিগত উদ্যোগে কুলাউড়া রেলওয়ে ষ্টেশনের নির্ধারিত একটি স্থানে অস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে প্রতি ১৮ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকা হইতে ৫ ঘটিকা পর্যন্ত পাঠদানের মাধ্যমে পথশিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বিদ্যালয়টি উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে ও কতিপয় শুভাকাঙ্কিদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। বর্তমানে করোনা মহামারী ভাইরাসের প্রার্দুভাবের কারণে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টি বন্ধ রয়েছে। বিদ্যালয় বন্ধ থাকলেও বিদ্যালয় সংশ্লিষ্ট উদ্যোক্তারা নিয়মিত খোঁজ রাখছেন বিদ্যালয়ে আসা পথশিশুদের। এরই ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার কম্বল নিজ বরাদ্দ হতে উপস্থিত থেকে ৪০জন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী পপি। এছাড়াও এতে উপস্থিত ছিলেন কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ প্রতিনিধি মুহিবুর, আলোর পাঠশালা বিদ্যালয়ের মুখপাত্র (সার্বিক) আব্দুল্লাহ আল মাছুম, প্রতিষ্ঠাকালীন শিক্ষক মিফতাউল ইসলাম এলিন, আবু বক্কর সিদ্দিক, হুসাইন সহ শিক্ষক তালিম, অন্তর, নাঈম, কলি, প্রীতি প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com