ঐতিহ্যবাহী টুপাটুপিতে ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ ওয়ার্ড বাসীকে নিয়ে আয়োজন করেছেন এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী টুপাটুপি অনুষ্ঠান। টুপা টুপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মোঃ ফজলুর রহমান, মতিন মিয়া, বারিক মিয়া, রকিব মিয়া, তাহির মিয়া, এলাইছ মিয়া ও মাসুদ ফাউন্ডেশন, সভাপতি আনোয়ার হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, এমদাদুল হক সালম, রুশেদ,আছাদ, শাহেল শাবুল, বাবুল, জুয়েল, আনোয়ার, রুমান, বভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ প্রমুখ।
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ৯ নং ওয়ার্ডের সবাইকে নিয়ে শুরু হয় টুপা টুপি হাজার মানুষের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, আলু ভর্তা, গরুর মাংস, মুরগির মাংস,মুগ ডাইল, সহ ইত্যাদি।
ঘড়ির কাঁটায় যখন দুপুর ১টা বাজে তখনই শুরু হয় মানুষের ঢল। ধীরে ধীরে আসতে তাকে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনসাধারণ। বিশাল আকৃতির প্যান্ডেল বেধে সুরু হয় ঐতিহ্যবাহী খাবার টুপা টুপি, উত্ত অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে তদারকিতে ছিল, মাসুদ ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ,অনুষ্ঠানে বিশেষভাবে জোর দেওয়া হয়, সামাজিক দূরত্ব বজায় এবং মার্কস ছাড়া অনুষ্ঠানে প্রবেশ নিষেধ ছিল, কিছুসময়ের জন্য হলেও এলাকাবাসী ছিল আনন্দে মুখরিত, সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে শুরু হয়েছিল টুপা টুপি বিশেষ করে শিশুদের প্রাধান্য ছিল বেশি, সরেজমিনে, এলাকাবাসী জানায়, কাউন্সিলর মাসুদ একজন শৌখিনদার প্রকৃতির মানুষ, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এলাকাবাসী কে নিয়ে এমন খাবারের আয়োজন করে থাকেন, তারা আরো জানায়, বিগত বন্যা এবং মহামারী করুণার সময়, সবার ঘরে ঘরে নিজ হাতে খাবার পৌঁছে দিয়েছেন।
রংপুর দিনাজপুরের কিছু রিকশাচালক তাদের মতামতে জানায়, কাউন্সিলর মাসুদ তাদের সবাইকে টুপাটুপির দাওয়াত দিয়েছেন,আমরা সবাই ইচ্ছামত খেয়েছি, আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি কাউন্সিলর মাসুদ যেন হাজার বছর আমাদের মাঝে বেঁচে থাকেন।
মন্তব্য করুন