সানলাইট ক্লাবের আয়োজনে “বিজয় দিবস কাবাডি টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়নের শাহবন্দর মাইজপাড়ায় সানলাইট ক্লাবের আয়োজনে এক বিশাল কাবাডি টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। ১৮ ডিসেস্বর শুক্রবার শাহবন্দর মাইজপাড়া সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্টিত হয়। এতে সানলাইট ক্লাবের সভাপতি আব্দুল গফ্ফার জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সুব্রত পুরকায়স্ত, আরও উপস্থিতি ছিলেন মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক,মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী,এছাড়াও আরও উপস্থিত ছিলেন এস.আর মসুদ, সাইদুজ্জামান জয়নাল,কলিম মিয়া, এমদাদুল হক,আব্দুল বাছিত, শাহবন্দর যুব সংস্থার সাবেক সভাপতি জুবায়ের আহমদ জুবের, শাযুস বর্তমান সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।গ্রাম বাংলার ঐতিহ্য দেশের জাতীয় খেলা এই কাবাডি, তাই অনেক দূর দুরান্ত থেকে ছুটে আসেন খেলাটি উপভোগ করার জন্য হাজারো দর্শক।খেলোয়াড়দেরও ছিলো তুমুল লড়াই, কারণ প্রথম পুরষ্কার হিসেবে থাকছে একটি “ফ্রিজ ও দ্বিতীয পুরষ্কার হিসেবে থাকছে একটি এল.ই.ডি টিভি।
মন্তব্য করুন