ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করলো রেডিও পল্লীকন্ঠ

December 20, 2020,

পলি রানী দেবনাথ॥ ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ২০ ডিসেম্বর রোববার কমিউনিটি রেডিও পল্লীকন্ঠের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, মার্কেটিং অফিসার দুলাল রায়, কারিগরী প্রযোজক হিমাদ্রি রায় শুভ্র, হিসাবরক্ষক রুমানা আক্তারসহ রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজক বৃন্দ। সভায় স্যার ফজলে হাসান আবেদ এর জীবনী পাঠ করেন রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক সুতপা পাল, কবিতা পাঠ করেন অনুষ্ঠান প্রযোজক আল-আমীন।

এছাড়াও স্যার ফজলে হাসান আবেদ এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রযোজকবৃন্দরা। এছাড়াও সভায় স্যার ফজলে হাসান আবেদ এর স্মরণে ভিডিও চিত্র প্রদর্শিত হয়। সভা শেষে  স্যার ফজলে হাসান আবেদ এর প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com