আলোক প্রজ্জ্বলনে ২০ ডিসেম্বরের শহীদদের স্মরণ

December 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ ২০ ডিসেম্বর মৌলভীবাজারবাসীর স্বজন হারানো একটি দিন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিসেনারা যখন বিজয় উল্লাস করছিলেন ঠিক তখনই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে রহস্যজনকভাবে মাইন বিস্ফোরণে শহীদ হন অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা। আহত হন অনেকে। তাঁদের স্মরণে মৌলভীবাজারে প্রতিবছর পালিত হয়ে আসছে স্থানীয় শহীদ দিবস।

রোববার সন্ধ্যায় আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে ২০ ডিসেম্বর নিহত শহীদদের স্মরণ করলো মৌলভীবাজারবাসী।

বিকেলে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রঙ্গণে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।

স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, গিয়াস উদ্দিন, এসএম মুজিব, সজল কুমার চক্রবর্তী, আনছার আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com