আব্দুল মন্নাফ ট্রাষ্টের আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ

শেরপুর প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই গ্রামে মালোশিয়া প্রবাসী জাকির হোসেন এর সহযোগিতায় তার পবিরারের নামে করাট্রাস্ট ‘’আব্দুর রাজ্জাক,আব্দুল মন্নাফ,আব্দুল বশির ফাউন্ডেশন এর উদ্বোগে প্রায় অর্ধশতাধিক অসহায় ও প্রতিবন্ধি, হতদরিদ্রমধ্যে আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ কর হয় ।
মঙ্গলবার সন্ধায় ২২ ডিসেম্বর গোরারাই একটি বাড়ীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোরারাই ওয়াহিদ সিদ্দেকউচ্চ বিদ্দালয়ে সভাপতি আবু মিয়া চৌধুরী। গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আমিরুল ইসলামসাহেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর আদালতের এপিপি এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান,ট্রাস্টেরসমন্বক মোঃ আব্দুল মুমিন, ইউ/পি সদস্য হাজী আহমদ উদ্দিন,সাবেক মেম্বার মোঃ আব্দুল আলী,খালিছুর রহমান,আব্দুলমুহিদ,সাংবাদিক জুবায়ের,অপু মিয়া প্রমূখ।
মন্তব্য করুন