আরিফুল হক চৌধুরী ও সাখাওয়াত হাসান জীবনকে মৌলভীবাজার জেলা বিএনপি’র অভিনন্দন

স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন কেন্দ্রীয় কমিটি কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট বিভাগের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন কে সদস্য সচিব করায় মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি এম নাসের রহমান ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।
মঙ্গলবার ২২ ডিসেম্বর জেলা বিএনপি’র প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন তাদের দু’জনের যোগ্য নেতৃত্বে সিলেট বিভাগে বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সফলকাম হবে।
মন্তব্য করুন