ছয় মাস পর স্ত্রী হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেফতার

আজ থেকে প্রায় ০৬ মাস আগের ঘটনা। কুলাউড়া থানাধীন শিবির রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ইকোফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি নাঈম মিয়া (২৪), পিতাঃ শাহাজামাল, সাং-ফুলদহ পাড়া, থানাঃ বকশিগঞ্জ, জেলাঃ জামালপুর ও মুন্নি বেগম (২০) দম্পতি। পারিবারিক অশান্তির কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। ০৮/০৭/২০২০ তারিখ রাত্র আনুমানিক ১১:০০ ঘটিকার সময় তাদের ভাড়াটিয়া বসতবাড়ীতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে স্বামী নাঈম মিয়া তার স্ত্রী মুন্নি বেগমকে প্রচন্ড মারপিট করে। মারপিটের কারণে মুন্নি বেগম ঘটনাস্থলেই মারা যান। স্ত্রীর মৃত দেহ বিবস্ত্র করে লাশ ঘরের ভিতরে রেখে দরজা বাহির থেকে লক করে স্বামী নাঈম মিয়া পালিয়ে যায়। ঘটনার পর অদ্যাবধি মূল অভিযুক্ত মৃতের স্বামী নাঈম মিয়া পলাতক ছিল। পুলিশ সুপার, মৌলভীবাজার প্রত্যক্ষ নির্দেশে ঘটনার মূল রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতারে তৎপর হয় কুলাউড়া থানা পুলিশ। পরবর্তীতে কুলাউড়া থানা পুলিশ টানা দুই দিন গাজীপুর মেট্রো এলাকায় অভিযান পরিচালনা করে বউ বাজার এলাকা হতে হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামী নাঈম মিয়াকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন