দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

স্টাফ রিপোর্টার॥ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দুই বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রিপন দে’র সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুর রব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান জিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।
বক্তব্য রাখেন, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সাধারণ সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, বাপার প্রতিনিধি আ.স.ম সালেহ সোহেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সময় টিভি প্রতিনিধি শাহ অলিদুর রহমান, মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল প্রমুখ।
মন্তব্য করুন