অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

পলি রানী দেব নাথ॥ মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় এর সহযোগীতায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২১ এর আওতায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ২৪ ডিসেম্বর ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর সঞ্চালনায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা গোস্বামী।এসময় আরো উপস্থিত ছিলেন ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডি ডি রায় বাবলু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন