কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেনের মতবিনিময় সভা

December 25, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ আসন্ন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা শাহাদাৎ হোসেনের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় শাহাদাৎ হোসেনের নিজ বাড়িতে এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পঞ্চায়েত মুরব্বী বসারত উল্লার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শাহান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ তাহির আলী আজমল, অবসরপ্রাপ্ত র‌্যাব সদস্য মোঃ মানিক মিয়া, বিএনপি নেতা চিনু মিয়া, পঞ্চায়েত মুরব্বী লিয়াকত আলী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবের হাসান জেবলু, প্রবাসী পারভেজ হোসেন চৌধুরী, সমাজসেবক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল গফ্ফার তোহা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখলাছুর রহমান, জনতাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ফয়েজ আহমদ পাপ্পু, সমাজসেবক রিফাত গাজী, শফিকুল ইসলাম সাইস্তা, কুদ্দুস মিয়া, কবির মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার অবহেলিত সদর ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য সাবেক ছাত্রনেতা শাহাদাৎ হোসেন চৌধুরীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখতে চাই। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সহযোগীতা করে আসছেন।
উল্লেখ্য, শাহাদাৎ হোসেন চৌধুরী ছিলেন কুলাউড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com