৩৪ বোতল বিদেশী মদ ও টাকাসহ আটক-১
December 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ পরিচয় গোপন রেখে তথ্য দিন, মাদকমুক্ত মৌলভীবাজার গড়ার শপথ নিন, স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির ৬,৪৪৫ টাকাসহ একজন আটক করা হয়।
মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ ফারুক আহমেদ পিপিএম (বার) নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার মাদক উদ্ধার পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার ভাড়াউড়া চা বাগান রোডস্থ উত্তর আ/এ মিনহাজুল মিয়ার বাড়ি থেকে রাজিব পালিত (৩২) পিতাঃ মৃত উজ্জল পালিত মাতা- সপ্না পালিত, স্থায়ী সাং- আতুরের ঘর, থানা- কমলগঞ্জ, জেলা – মৌলভীবাজার বর্তমান সাং- ভাড়াউড়া চা বাগান রোড, থানা- শ্রীমঙ্গল, জেলা – মৌলভীবাজার।
মন্তব্য করুন