মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত : সভাপতি মাতুক-সাধারণ সম্পাদক নিজাম

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সন্মেলন ও পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সন্মেলনে সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সন্মেলন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানে বাহার্মদন বাড়ীতে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্ববায়ক বদরুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফখরুল ইসলাম ও মতিন বকস এর পরিচালনায় সন্মেলন উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেডএম জাহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল মুকিত, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি রোজিনা রহমান ।
সন্মেলনে সর্ব সন্মতিক্রমে সদর উপজেলা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম ও সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান নির্বাচিত করা হয়।
মন্তব্য করুন