কুলাউড়ায় মেয়র প্রার্থী সিপারের মাষ্টার প্ল্যান নিয়ে মতবিনিময়

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেছেন, বিগত পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন পাইনি, বিদ্রোহী প্রার্থীও হইনি।
এবারের নির্বাচনে মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন পেয়েছি, নেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। আমার স্বপ্ন মেয়র হয়ে আমি কুলাউড়া পৌরসভাকে পরিকল্পিত পৌরসভায় রূপান্তর করে পৌরবাসীর দীর্ঘদিনে চাহিদা পূরণ করব।
তিনি তার বিজয়ে কুলাউড়ার গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে শনিবার রাতে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে মতবিনিময়ে মেয়র প্রার্থী হওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ মতবিনিময়ে আরও বলেন, কুলাউড়া পৌরসভা প্রতিষ্ঠার ২৪ বছরে বিগত সময়ে যারা দায়িত্বে ছিলেন তারা কেহ পরিকল্পিত পৌরসভা গঠন করতে না পারায় আজ পৌর বাসীদের যানজট, জলাবদ্ধতা ও রাস্তাঘাটের বেহালদশায় ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আমি নির্বাচিত হলে মাষ্টার প্ল্যান করে পরিকল্পিত পৌরসভা গঠন করে পৌর বাসীদের এসব ভোগান্তির অবসানের চেষ্টা চালিয়ে যাব। মেয়র প্রার্থী সিপার বলেন, আমি প্রভাব বিস্তার করে নির্বাচিত হতে চাইনা। আমি মানুষের ভালবাসা নিয়ে নির্বাচিত হতে চাই। মতবিনিময়ে কুলাউড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন