বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী কামরান নির্বাচিত

December 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
দ্বিতীয় বাবের মতো বড়লেখা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ২৮ ডিসেম্বর ২০২০। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫,৯৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৮৯ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৪ ভোট।
প্রথম ধাপে ২৮ ডিসেম্বর সোমবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বড়লেখা পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com