ডাঃ বিশ্বজিৎ ভৌমিক-কে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার॥ চিকিৎসা ক্ষেত্রে মানবিকতায় ডাঃ বিশ্বজিৎ ভৌমিক (এম.বি.বি.এস, ডি জিও) কে সংবর্ধনা দেয়া হয়েছে। মানবিক এ চিকিৎসক করোনাভাইরাস এর প্রথম থেকে জীবনের ঝুকি নিয়ে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছিল তখন এই মানবতার চিকিৎসক বিশ্বজিৎ ভৌমিক কে প্রতিনিয়ত দেখা গেছে ‘মৌলভীবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ গর্ভবতী মা ও শিশুকে সেবা প্রদান করতে। ওই সময় অনেক ডাক্তাররাই নিজ জীবন বাঁচানোর জন্য গৃহে অবস্থান করেছিলেন।
মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে ডাঃ বিশ্বজিৎ ভৌমিক -কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি জাকের আহমদ (অপু)’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
মন্তব্য করুন