মৌলভীবাজার পৌর নির্বাচনে বিএনপি থেকে অলি প্রতিদ্বন্দ্বিতা করবেন

স্টাফ রিপোটার॥ বিএনপি থেকে লড়বেন সাবেক পৌর কাউন্সিলর অলিউর রহমান। ২০১৬ সালে গত পৌর নির্বাচনেও ফজলুর রহমানের সাথে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন অলিউর রহমান। তৃতীয় ধাপের পৌর নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২৯ ডিসেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অলিউর রহমান মৌলভীবাজার পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর। ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচিত। বিগত নির্বাচনের পর দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। নির্বাচন করেত তিনি দেশে এসে পৌঁছেছেন বলে তাঁর ঘনিষ্টজনেরা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় পর্যায়ে পৌর নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি। ৬৪টি পৌরসভার সব কটিতেই ব্যালট পেপারে ভোট হবে।
মন্তব্য করুন