কুলাউড়ায় খাসি স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

December 30, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির দরিদ্র পরিবারের ৫০ জন সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ২৯ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে ইউনাইটেড কিংডম পরিবার (ইউকে) এর সার্বিক সহযোগীতায় খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাছড়া পুঞ্জির মান্ত্রী (গ্রাম প্রধান) জেনারেল ধার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সিলভেস্টার পাঠাং। মারকুস পাপাং এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট এর সভাপতি আলিজ্যাক তাংসং, সাবেক সভাপতি লবিংসন পস্না। এসময় আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট ইউনিয়নের সদস্য ফ্রেসিইয়ূস লামিন,কানিসা ধার,ডানিয়েল পডুওয়েং, জেসলিনা পলং, খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সানডে পডুওয়েং সহ বিভিন্ন খাসিয়া পুন্জি থেকে আগত মান্ত্রীগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com