কুলাউড়ায় দেশের প্রথম রবীন্দ্র নজরুল মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যাপীঠের উদ্বোধন

December 30, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ইটাহরি গ্রামে দেশের প্রথম “রবীন্দ্র নজরুল মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যাপীঠ” এর উদ্বোধন করা হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যাপীঠের উদ্বোধন করেন প্রখ্যাত কলামিষ্ট আব্দুল গাফফার চৌধুরী। ভিডিও কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল আজিজ।
বিদ্যাপীঠের কার্যকরী সভাপতি আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক সৈয়দ আব্দুল মুনিম রুহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আলী বাকর খান, প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রকিব, অধ্যাপক কিশলয় আচার্য্য, বিশিষ্ট চিকিৎসক ডা. মনিরুল ইসলাম সোহাগ, প্রধান শিক্ষক গবিন্দ সদয় দে, কমিটির উপদেষ্টা প্রধান মহিব উদ্দিন চৌধুরী লেদু প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে অধ্যাপক রূপা চক্রবর্তীর উপস্থাপনায় রবীন্দ্র গবেষক ও সংগীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যার সুললিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও ভিত্তি প্রস্থর উম্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বরেণ্য শিক্ষক, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, সাংবাদিক প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com