মৌলভীবাজার জেলা বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টোর॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩০ ডিসেম্বর দূপুর ১২ ঘটিকার সময় মৌলভীবাজার বিক্ষোভ মিছিলটি শহরের পশ্চিমবাজার এম সাইফুর রহমান রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক প্রধান শাখার সম্মুখে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) এর পরিচালনায় ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, মৌলভীবাজার পৌর বিএনপি’র আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপি’র সহ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, সহ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জিএম মোক্তাদির রাজু, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন