মৌলভীবাজার পৌরসভা নির্বাচন: আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমানের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার॥ ঐতিহ্যবাহী মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো: ফজলুর রহমান।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দূপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ মামুনুর রশিদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আযাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন,জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ সেলিমুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম আমিন প্রমুখ। মনোনয়পত্র দাখিলের পর গণমাধ্যমকর্মীদের ফজলুর রহমান বলেন গেল পাঁচটি বছর আমি পৌরবাসীর উন্নয়নে নিবেদীত হয়ে কাজ করেছি। আমি আশাবাদি সম্মানিত পৌরবাসী আমার অসম্পুন্ন কাজ সম্পন্ন করতে তাদের মহামূল্যবান রায় আমাকে দিবেন।
তিনি পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় দলের সভানেত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৩ জানুয়ারি যাচাই বাছাই ও চুড়ান্ত তালিকা প্রনয়ন। ১০ জানুয়ারি প্রত্যাহার। প্রতীক বরাদ্ধ ১১ জানুয়ারি। ভোট গ্রহন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদে ৩ জন,সাধারণ কাউন্সিলার ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জনসহ মোট ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মন্তব্য করুন