মৌলভীবাজার-১ আসনে খেলাফত মসলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুকমান আনুষ্ঠানিকভাবে শুরু করলেন নির্বাচনী প্রচারণা

আব্দুর রব : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে খেলাফত মজলিস সম্প্রতি কাতার খেলাফত মজলিসের উপদেষ্ঠা মৌলভী লুকমান আহমদকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে। তিনি বৃহস্পতিবার ১৭ জুলাই নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন দলীয় প্রতীক ঘড়ি মার্কার নির্বাচনী প্রচারণা। প্রার্থী ঘোষণার পর প্রথম নির্বাচনী এলাকায় আগমণ উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ী উপজেলা খেলাফত মজলিসের নেতাকর্মীসহ সাধারণ জনতা মৌলভী লুকমান আহমদকে নির্বাচনী আসনের দক্ষিণ সীমানায় জুড়ী উপজেলার মানিকসিংহ বাজার এলাকা থেকে কয়েকশ’ মোটর শোভাযাত্রা সহকারে বরণ করেছেন। এরপর সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার ১০ স্থানে তিনি পথসভা করেন। এসময় পথসভাগুলোতে নেতাকর্মীর ঢল নামে।
পথসভায় খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী লুকমান আহমদ বলেন, পরিবর্তনের আন্দোলনে দেশবাসি অতীতে যেভাবে পাশে ছিলেন, ঠিক সেভাবেই আগামিতেও জনগণকে তিনি পাশে চান। সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। আলিম উলামাদের হত্যা, গুম ও ফাঁসিতে ঝুলিয়েছে। এখন সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার, দেশ বিনির্মাণের।
নিজ নির্বাচনী এলাকায় পদার্পন করতেই মৌলভী লুকমান আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন,
খেলাফত মজলিস কাতার শাখার সভাপতি আবদুল হাছিব চৌধুরী, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী এনামুল হক, সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, খেলাফত মজলিস জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মাওলানা জামাল আহমদ, মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা মনসুর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক মেম্বার, হাবিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, জুড়ী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
মৌলভী লুকমান আহমদ কুলাউড়া হয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। বেলা আড়াইটায় তিনি মানিকসিংহ বাজারে প্রথম নির্বাচনী পথসভা করেন। পরে জুড়ী নিউ মার্কেট চত্তর, দক্ষিণভাগ বাজার, কাঠালতলী বাজার, বড়লেখা পৌরশহর, দাসেরবাজার, সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারসহ দশ স্থানে পথসভা করেন।
মন্তব্য করুন