শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্ধিত সভা, দল পুনর্গঠনে জেলা নেতাদের কঠোর বার্তা

স্টাফ রিপোর্টার : দল পুনর্গঠন কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্ধিত সভায় কঠোর বার্তা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
রবিবার ১৮ আগস্ট বিকেলে স্থানীয় রোটারি ক্লাব মিলনায়তনে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্ধিত সভায় দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে কঠোর এ বার্তা দেয়া হয় ।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন বলেন, ‘বিএনপির কাছে ব্যক্তি কোনো বিষয় নয়, বিষয়টি হল দল। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ শ্রীমঙ্গল উপজেলা বিএনপির দল পূনর্গঠনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে পরিস্কার ম্যাসেজ দিয়েছেন। দ্রুত নয়টি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ শেষ করে প্রতিটি ইউনিয়নে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে দুর্দিনের ত্যাগী নেতাদের কাছে দায়িত্ব অর্পন করা। যাতে তারা নিজেদের ইউনিয়ন গুলোতে ওয়ার্ড কমিটি গঠন করতে পারেন। এর পর ওয়ার্ড কমিটির মাধ্যমে শেষে আবার ইউনিয়ন কমিটি গঠন হবে। আবার ইউনিয়ন কমিটির মাধ্যমে হবে উপজেলা ও উপজেলার মাধ্যমে গঠিত হবে জেলা কমিটি। এটিই হলো দলের সাংগঠনিক সিস্টেম।
ময়ূন বলেন, এখন কেউ যদি দলের সাংগঠনিক কাঠামোর বাইরে যদি সমন্বয় সভা নামে কোন কিছু করেন তাহলে তৃণমুলে এটা তো বিভ্রান্তির সৃষ্টি হবে। সমন্বয় সভার চেয়ে দল পূনর্গঠন হলো বড় জিনিস। সবার ওপরে হল দল। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। এখন দলকে না এগিয়ে যদি তৃণমূলে সমন্বয় কমিটি করি এটা মেনে নেয়া যাবে না। যদি দলের সাংগঠনিক কার্যক্রম বাদ দিয়ে সমন্বয় কমিটি গঠন করতে যান তাহলে দল করবে কে?
তাহলে তো দলের পূনর্গঠন কার্যক্রম বাদ দিতে হবে। এই পুরো কমিটি বিলুপ্ত করে দিতে হবে। সাংগঠনিক নিয়মের বাইরে গিয়ে কেনো কার্যক্রম করা যাবে না। বিষয় টি সবাই কে খেয়াল রাখতে হবে।
ময়ূন বলেন, দল পূনর্গঠন কার্যক্রমে জেলার ১২ টি ইউনিটের মধ্যে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চারটি ইউনিটের কার্যক্রম পিছিয়ে আছে। যদি তারা বেঁধে দেয়ার সময়ের মধ্যে দল পূনর্গঠন কার্যক্রম শেষ না করে তাহলে আমরা দুই উপজেলা নিয়ে বিকল্প চিন্তা করা হবে।
জলা বিএনপির সদস্য সচিব মো.আব্দুর রহিম রিপন বলেন, বিএনপির নেতা হলেন তারেক রহমান। বিএনপির জন্য তারেক রহমান, বেগম খালেদা জিয়া আর জিয়া পরিবার ছাড়া আর কেউ অপরিহার্য নয়। যদি কেউ মনে করেন তাহলে বোকার স্বর্গে বাস করবেন। তারেক রহমান ও বেগম খালেদা জিয়া ব্যাতীত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর কেউই অপরিহার্য নয়।
সভায় সিদ্ধান্ত হয় -আগামী ২১ আগস্ট শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, ২৩ আগস্ট আশিদ্রোন, ২৪ আগস্ট কালিঘাট, ২৫ আগস্ট রাজঘাট ও ২৬ আগস্ট সাতগাঁও ইউনিয়নের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নে দ্রুত ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করতে দলের উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুন মঈন গোফরান তারেক কে দায়িত্ব দেয়া হয় ।
মন্তব্য করুন