বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক
November 19, 2025,
আব্দুর রব : বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন জুড়ী উপজেলার ফুলতলা বিওপির একটি টহল দল বুধবার ১৯ নভেম্বর বিকেলে ফুলতলা বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় একটি অটোরিকশাও (টমটম) জব্দ করেছে বিজিবি। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটককৃতরা হচ্ছে- ফুলতলা ইউনিয়নের এলবিন টিলা পুঞ্জি এলাকার রেনু শব্দকরের ছেলে সন্তোষ শব্দকর (২৫) ও কোনাগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৮)।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে বিজিবি আটক করেছেন। সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাদের থানায় সোপর্দের কার্যক্রম চলমান রয়েছে।



মন্তব্য করুন