বড়লেখায় জোরপূর্বক ব্যালটে নৌকায় সীল মারা সেই পোলিং  এজেন্টের কারাদন্ড আপীলে বহাল

November 23, 2025,

আব্দুর রব : পতিত হাসিনা সরকারের আমি-ডামির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৪ সালের ৭ জানুয়ারী) বড়লেখা উপজেলার দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সীল মারা অবস্থায় নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বে থাকা এক কর্মকর্তার হাতে আটক হন নৌকা প্রতীকের পোলিং এজেন্ট স্বপন দেব। ওই নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে নৌকার প্রার্থী ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী (বর্তমানে আত্মগোপনে) শাহাব উদ্দিন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করে কারাগারে প্রেরণ করেন। দণ্ডিত স্বপন দেব মৌলভীবাজার অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতে এ রায়ের বিরুদ্ধে আপীল করেন। অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালত বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঘোষিত রায়, সাক্ষীদের বক্তব্য ও নৌকায় সীল মারা একাধিক ব্যালট পেপার পর্যালোচনা করে অবশেষে সম্প্রতি সাবেক রায় বহাল রেখে সংশ্লিষ্ট আদালতকে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৭ জানুয়ারীর সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দ্বিতীয় তলার বুথের পোলিং অফিসার প্রকৃতির ডাকে শৌচাগারে গেলে অপর পোলিং অফিসারের হেফাজত থেকে দন্ডিত নৌকার পোলিং এজেন্ট স্বপন দেব অবৈধভাবে প্রভাব খাটিয়ে জোরপুর্বক তিনটি ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সীল মেরে ব্যালট বাক্সে তা ঢুকানোকালে নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তার হাতে ধৃত হন। তাৎক্ষণিক আটক পোলিং এজেন্ট স্বপন দেবের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালত তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি রিপন আহমদ জানান, দন্ডিত আসামির আপীলে অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালত সাবেক রায় বহাল রেখে রায় ঘোষণা করেছেন। মামলার নথি অত্র আদালতে পৌঁছেছে। সাজা পরোয়ানা জারির জন্য বৃহস্পতিবার মামলার নথি অত্র আদালতে উপস্থাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com