কালাপুরে দাঁড়িপাল্লার পক্ষে উঠান বৈঠকে মানুষের ঢল, জামায়াত প্রার্থীর বাড়ছে আস্থা

January 5, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী মাঠে ক্রমেই সরব হয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের উঠান বৈঠকে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনসমর্থন ও উৎসাহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সোমবার ৫ জানুয়ারি বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইজদিহি পাহাড়ে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি পরিণত হয় জনসমাবেশে।

উঠান বৈঠকে বক্তারা বলেন, দাঁড়িপাল্লা প্রতীক মানেই ন্যায়বিচার, ইনসাফ ও স্বচ্ছ নেতৃত্ব। আমরা এমন একজন প্রতিনিধিকে সংসদে পাঠাতে চাই, যিনি জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন। বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের বঞ্চনা আর বৈষম্যের অবসান ঘটাতে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সুজন মিয়া এবং সঞ্চালনা করেন, মো: আব্দুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আশরাফুল ইসলাম কামরুল এবং কালাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলমগীর সরকার। তারা বলেন, তৃণমূলের মানুষের এই সাড়া প্রমাণ করে—জামায়াতের রাজনীতি ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, জনগণই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।

তিনি আরও বলেন, সংসদে গিয়ে এলাকার মানুষের অধিকার ও ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরাই হবে তার মূল লক্ষ্য।

উঠান বৈঠক শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থী আব্দুর রব। এ সময় উপস্থিত জনতার উচ্ছ্বাস ও অংশগ্রহণে স্পষ্ট হয়ে ওঠে—কালাপুরসহ আশপাশের এলাকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনমত ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com