কমলগঞ্জে প্রতিবন্ধী চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

January 26, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

২৫ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১১টায় কানিহাটি চা বাগানের দুই শতাধিক চা শ্রমিকসহ অন্যান্যদের মাঝে এ কম্বল এই বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসকের ত্র্ণ তহবিল থেকে বিতরণের জন্য এসব কম্বল প্রদান করা হয়।

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, নারী নেত্রী দিপালী গুপ্তা ও লাভলী পাল।

এ সময় বক্তারা বলেন, শীত মৌসুম অনেকের জন্য আরামের হলেও সমাজের দু:স্থ ও অসহায় মানুষের জন্য এটি কষ্টের সময়। একটি কম্বল তুচ্ছ মনে হলেও শীতার্ত মানুষের জন্য তা জীবন বাঁচানোর সমান। মানবতার পাশে থাকার জন্য প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগ আরো বিস্তৃত হওয়ার আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com