মর্যাদার বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন-নাসির উদ্দিন আহমেদ
আব্দুর রব : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, আমাদের পার্টি চেয়ারম্যান তারেক রহমান মর্যাদার বাংলাদেশ গড়তে চান। জনতার বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন।
তিনি শুক্রবার রাতে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বায়েছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়ফুজ্জামান সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।



মন্তব্য করুন