বড়লেখায় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা
আব্দুর রব : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যপ্রার্থী জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের সমর্থনে বৃহস্পতিবার রাতে বড়লেখা উপজেলার দাসেরবাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বড়লেখা উপজেলা আহ্বায়ক খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামূল হক, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফসসাল আহমদ, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উপজেলা যুগ্ম আহ্বায়ক এনসিপি নেতা তামিম আহমদ, সদস্য সচিব উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি ফয়সল আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাছিত প্রমুখ।



মন্তব্য করুন