থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

January 31, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : থার্স্ট ফর নলেজ (টিএফকে) মৌলভীবাজার জেলার উদ্যোগে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের মামারবাড়ী রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থার্স্ট ফর নলেজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী বকশী মামুনুর রহমান।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার মেম্বার বকশী আজমল হোসেন।

এছাড়াও বক্তব্য দেন টিএফকে এর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবিদুর রহমান, মাস্টার মোস্তাক আহমদ শাহীন, মাস্টার গোলাম মুর্শেদ, সমাজসেবক সাইফুল ইসলাম জুনেদ, আশিকুল ইসলাম কাশেম, হোসাইন আহমদ ও শাওন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বকশী মামুনুর রহমান বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে থার্স্ট ফর নলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও শিক্ষা, গবেষণা ও মানবিক উন্নয়নে সংগঠনটি আরও সক্রিয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

এ ছাড়া অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক উন্নয়ন ও জ্ঞানচর্চায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com