থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি : থার্স্ট ফর নলেজ (টিএফকে) মৌলভীবাজার জেলার উদ্যোগে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের মামারবাড়ী রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থার্স্ট ফর নলেজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী বকশী মামুনুর রহমান।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার মেম্বার বকশী আজমল হোসেন।
এছাড়াও বক্তব্য দেন টিএফকে এর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবিদুর রহমান, মাস্টার মোস্তাক আহমদ শাহীন, মাস্টার গোলাম মুর্শেদ, সমাজসেবক সাইফুল ইসলাম জুনেদ, আশিকুল ইসলাম কাশেম, হোসাইন আহমদ ও শাওন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বকশী মামুনুর রহমান বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে থার্স্ট ফর নলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও শিক্ষা, গবেষণা ও মানবিক উন্নয়নে সংগঠনটি আরও সক্রিয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
এ ছাড়া অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক উন্নয়ন ও জ্ঞানচর্চায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য করুন