টাউন কামিল মাদরাসায় ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
আশরাফ আলী॥ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় ঈসালে সওয়াব মাহফিল, খতমে কোরআন, দোয়া মাহফিল এবং সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ এপ্রিল বিকেলে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, সৈয়দ শাহ মোস্তফা (রহ.) দরগাহের মোতাওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন এমদাদুল হক মিন্টু, মাওলানা মোঃ আব্দুল জলিল, মোঃ আব্দুল আলীম, মিলাদ হোসেন, মোঃ নুরুল ইসলাম, ইকবাল আহমদ, মাওলানা সৈয়দ করম আলী, মাওলানা আব্দুল মোছাব্বির, মাওলানা ছরোয়ার জাহান, সৈয়দ শাহাব উদ্দিন, মাওলানা মোঃ আব্দুল জব্বার, মাওলানা মোঃ মুজিবুর রহমান আলী মাহদী, মাওলানা কাওছার আহমেদসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংবর্ধিত হন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, মাওলানা মোঃ কয়ছর আলী ও মোঃ মোস্তাক আহমদ।



মন্তব্য করুন