জেলা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার॥ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলাবিএনপি’র সাবেক সভাপতি,এম ইলিয়াছ আলীকে ফেরত দেয়ার দাবীতে মৌলভীবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ এপ্রিল বিকেলে জেলা বিএনপি (একাংশ) এর আয়োজনে শহরের চৌমুহনাস্থ একটি রেষ্টুরেন্ট আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা। জেলা যুবদলের সাবেকযুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল’র পরিচালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সোলেমানসহ অনেকেই। সভায় বক্তারা এম ইলিয়াছ আলীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দিতে সরকারের নিকট জোর দাবী জানান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন