গৌরভ রায়ের জন্য চিকিৎসার আবেদন
April 19, 2018,
স্টাফ রিপোর্টার॥ বাড়ির আঙ্গিনায় খড়ের আগুনে দগ্ধ হয়ে প্রায় ১ মাস পূর্বে গৌরভ রায়ের পীট, গাড়, উভয় বাহুর বেশির ভাগ অংশ আগুনে পুড়ে গেছে। বর্তমানে সৌরভ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। পরিবারে অসচ্চলতা থাকায় চিকিৎসা ব্যয় তার পিতা-মাতা যোগান দিতে পারছেননা।
গৌরভ মৌলভীবাজার সদর উপ-জেলার ৯নং আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামের বাসিন্দা। তার পিতা সৈলেন রায় তার পক্ষে চিকিৎসা ব্যয়ভার চালাতে অক্ষম। সমাজের কোন হৃদয়বান ব্যাক্তির সাহায্যের হাত এগিয়ে আসলে তাকে বাঁচানো সম্ভব। সাহায্য করতে চাইলে (০১৭ ৯৭৮৭৯৬২৭-অমর দাশ) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।



মন্তব্য করুন