জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন সভাপতি মফচ্ছিল, সাধারণ সম্পাদক রশিদ
আশরাফ আলী॥ জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ১৮ এপ্রিল কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্জ শুকুর মাহামুদ স্বাক্ষরিত পত্রে অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতি পদে সৈয়দ মফচ্ছিল আলী ও সাধারণ সম্পাদক পদে রশিদ উদ্দিন আহম কে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি জুবের হাছান (জেবলু), আব্দুল গণি, আজাদুর রহমান, সিদ্দেক আলী, আনোয়ারুল ইসলাম, অধ্যাপক নুরুল ইসলাম, সুকেশ চৌধুরী, যুগ্ন সম্পাদক কবির উদ্দিন আহমদ (শাহিন), শ্রী রাধা পদ দেব (সজল), সাংগঠনিক সম্পাদক প্রভাষক শিপার উদ্দিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান (মুকিত), আব্দুল মালিক (জিলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক হেলাল উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল দাস (অনিক), জুয়েল খাঁন, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহেদ (বাবলু), সহ-দপ্তর সম্পাদক মোঃ শাহিন আহমদ, ফয়ছল আহমদ (রুনু), অর্থ সম্পাদক মোঃ আব্দুর রব, সহ-অর্থ সম্পাদক মোঃ সুজন মিয়া, মোঃ আব্দুল খালিক, আইন ও দর কষাকসি সম্পাদক এডভোকেট দিপ্তেন্দু কুমার দাস (কাজল), সহ-আইন ও দর কষাকসি সম্পাদক এডভোকেট আলাউদ্দিন আহমদ, এডভোকেট প্রদীপ দাস, শিক্ষা স্বাস্থ্য ও গবেষণা সম্পাদক মোঃ উমর ফারুক, সহ-শিক্ষা স্বাস্থ্য ও গবেষণা সম্পাদক আজমল আলী চৌধুরী, বাবু রামজিৎ সিংহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম আলী, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কাসেম, অগ্নিরুদ্র দাস টিটু, শ্রমিক কল্যাণ ও উন্নয়ন সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সহ-শ্রমিক কল্যাণ ও উন্নয়ন সম্পাদক আশরাফ আলী খাঁন, মসলেহ উদ্দিন আহমদ, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক অধ্যাপক শাহজাহান, সহ-ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মহরম আলী, নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা সাহিনা আক্তার (রাজনা), সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা তারতিলা আক্তার চৌধুরী (ক্লজি), রাজিয়া সুলতানা চৌধুরী (প্রমিলা), কার্যকরী সদস্য আবু কালাম (জরিফ), আকবিুল হোসেন, কয়ছর মিয়া, পাবেল মিয়া, গোপী দাস শীল (মনা), মোঃ আব্দুল্লাহ, শেখ তোয়াহিদ, এম এ মছব্বির, মোঃ মহসীন, হারুন মিয়া, সৈয়দ মশাহিদ আলী, জুবের, নাজমুল, জমশেদ আলী (জব্বার)।
পত্রে বলা হয় জেলার আগামী সম্মেলন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।



মন্তব্য করুন