শ্রীমঙ্গলে জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যাত্রী ও চালকদের মাঝে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ২৬ এপ্রিল সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা ও শ্রীমঙ্গল ট্রাফিক জোনের উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন করেন শ্রীমঙ্গল সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক স্বপন কুমার রায়, নিসচা’র শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা শাহ মো: আব্দুল আজিজ, আলহাজ্ব আজিজুর রহমান দুলাল প্রমুখ।
স্টিকার, ফেস্টুন লাগানো ও লিফলেট বিতরন শেষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন নিসচা’ র শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি।
উদ্বোধন শেষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে বিভিন্ন্হনংঢ়; যানবাহনে স্টিকার, ফেস্টুন লাগানো হয় এবং চালকদের হাতে লিফলেট বিতরণ করা।



মন্তব্য করুন