বিভিন্ন কর্মসূচীতের শ্রীমঙ্গলে মে দিবস পালিত হয়েছে

May 1, 2018,

শ্রীমঙ্গল, প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে আর্ন্তজাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষে  বিভিন্ন কর্মসূচী  পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

মঙ্গলবার ১ মে দুপুরে মহান মে দিবস উপলক্ষে উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে প্রায় কয়েক হাজার চা শ্রমিকদের নিয়ে এক বিশাল র‌্যালী বের হয়। এতে অংশ নেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, চা শ্রমিক নেতা বিজয় হাজরা প্রমুখ। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভাড়াউড়া চা বাগানে গিয়ে শেষ হয়। শেষ চা শ্রমিকদের নিয়ে জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার।

এর আগে  শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও একটি র‌্যালি বের হয়। এতে কার,বাস,মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com