শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

May 1, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।

১ মে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান থেকে কয়েক হাজার চা শ্রমিকের অংশগ্রহনে বের হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশনেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান সাগর হাজরাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

পরে ভাড়াউড়া নাট মন্দিরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরার  সভাপতিত্বে বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকন লাল কর্মকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, চা শ্রমিক নেতা প্রাক্তন ইউপি চেয়ারম্যান পরাগ বারই প্রমূখ। এ ছাড়াও জেলা ও উপজেলায় পৃথক পৃথক ভাবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনাসভা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com